করিবো মুমূর্ষু রোগীকে রক্তদান,
গাইবো মানবতার জয় গান।
নিরাপদ রক্ত,জীবন বাঁচায়।
এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ব্লাড ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্যা ক্যাম্পাস মিরর।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ল’ এন্ড মুটিং ক্লাব এর উদ্যোগে রিদম্ ব্লাড ব্যাংক এবং ইউ.আই.টি.এস এর সকল ক্লাব এর সহযোগিতায় মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ।উপস্থিত ছিলেন দ্যা ক্যাম্পাস মিরর এর সম্পাদক মো. হুমায়ুন কবির । এ সময় তিনি উপস্থিত অতিথিদের দ্যা ক্যাম্পাস মিরর উপহার দেন।
হুমায়ুন কবির বলেন- ” ‘জ্ঞানের আলোয় উন্মোচিত হোক সুস্থ ধারার সাহিত্য চর্চা’ এই শ্লোগানকে সামনে রেখে সাহিত্য চর্চার এক নবধারা তৈরির কাজ করছে ক্যাম্পাস মিরর। সুস্থ সংস্কৃতি এবং সঠিক মূল্যবোধের চর্চাই আমাদের একমাত্র উদ্দেশ্য।”
এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া , রিদম্ ব্লাড সেন্টারের পরিচালক ডা.মামুন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হাছান স্যার।
দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইনে ২০০ এর অধিক ফ্রি ব্লাড গ্রুপিং এবং ১০০ এর অধিক ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান এবং ৬৫ ব্যাগ ব্লাড ডোনেশন সম্পন্ন হয়। ১৩ ডিসেম্বর, ২০২২ খ্রি. বৃহস্পতিবার রাজধানীর বারিধারাস্থ বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
-ক্যাম্পাস প্রতিনিধি (ইউআইটিএস)
চমৎকার আয়োজন।
শুভকামনা রইল!