আগামী বছর থেকে বিভাগ বিভাজন থাকছে না মাধ্যমিকে

0
28

সোমবার (২৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে চিঠি দিয়ে বিভাগ বিভাজন তুলে দেয়ার অনুমোদনের বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসছে শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে বিভাগ বিভাজন আর থাকছে না নতুন শিক্ষাক্রম অনুযায়ী । এর ফলে নবম শ্রেণিতে উঠে শিক্ষার্থীদের আলাদাভাবে বিজ্ঞান বিভাগ, মানবিক বা ব্যবসায় শিক্ষা অথবা কারিগরি বিভাগ নেওয়ার সুযোগ থাকছে না। সব বিভাগের শিক্ষা নিয়েই মাধ্যমিকের স্তর শেষ করতে হবে।

চলতি বছরের শুরু থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। যা ইতোমধ্যে বেশ আলোচন সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছে। আগামী বছরের শুরুতেই দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে সে নতুন কারিকুলামের কার্যক্রম শুরু হবে। এরপর ২০২৫ সালে চালু হবে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে । উচ্চমাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেশ আগে মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছিলেন । সে মতে, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কারিকুলামে আগামী বছর থেকে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো ভিন্ন বিভাগ বিভাজন আর থাকছে না। সব শিক্ষার্থীকেই অভিন্ন বিষয় নিয়ে মাধ্যমিক পর্যায়ে পড়তে হবে। উচ্চমাধ্যমিকে গিয়ে বিভাগ বিভাজন হবে।

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন