মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে হামলা

0
85

রোববার, ৫ নভেম্বর সন্ধ্যার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাভার চারাবাগ এলাকাবাসীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উপর হামলা করে বলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়। এতে ৪ জন আহত হয়েছে বলে যানা যায়।

কিছুদিন আগে ঘটে যাওয়া এক সংঘাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের জেরে কয়েকদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হলে বিক্ষুব্ধ সহপাঠীরা এলাকার দোকানপাটে ভাঙচুর চালান। এই ঘটনার জের ধরে রোববার (৫ নভেম্বর) মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানায়, শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তর হত্যাকাণ্ডের জের ধরে রোববার রাত ৮ টার দিকে শিক্ষার্থীরা চারাবাগ এলাকার আঞ্চলিক সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন বেশকিছু দোকানপাট ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে বলে পালটা অভিযোগ করেন এলাকাবাসীরা।

শিক্ষার্থীরা জানান, এই ঘটনার পরপরই এলাকার মসজিদ থেকে মাইকে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘোষণা দেন স্থানীয়রা। পরে তারা জোটবদ্ধ হয়ে ক্যাম্পাসের আবাসিক হলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শিক্ষার্থী হত্যাকাণ্ডের জের ধরে রাতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা আগে বা পরে হামলা করেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন