দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স-এ (ইউআইটিএস) বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘জিরো ওয়ান ফেস্ট ৫’। বুধবার ( ১১ জানুয়ারী ) এবং বৃহস্পতিবার (১২ জানুয়ারী ) সারাদিনব্যাপী রাজধানীর মধ্য নয়ানগরে ইউআইটিএস’র স্থায়ী ক্যাম্পাসে এই ফেস্ট অনুষ্ঠিত হয়। ফেস্টে দেশের ৪২টি সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০টিরও বেশি প্রোগ্রামিং দল ‘আহমেদ জোবায়ের আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট’ এ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ছেলেদের দলের পাশাপাশি সেরা মেয়েদের দলকেও পুরস্কৃত করা হয়।
এছাড়াও শিক্ষার্থীরা ফেস্টে অন্তর্ভুক্ত সাইবার ড্রিল প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ সূফি মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘শুধু পাঠ্যবই আর ক্যারিয়ারমুখী শিক্ষা নয়, আলোকিত বাংলাদের বিনির্মাণে মানুষের জন্যে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা গড়তে হবে’।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে ইউআইটিএস এর এই আয়োজন অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী। আমাদের ছেলে-মেয়েদের দক্ষতা বৃদ্ধি করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন প্রয়োজন। আমি আশা করি ইউআইটিএস তাদের এই সুন্দর আয়োজন অব্যাহত রাখবে।’
বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মানুষ গঠনে ইউআইটিএস বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রেখেছে’।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এ জমকালো আয়োজন।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ক্যাম্পাস মিরর এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্যাম্পাস মিরর এর সহযোগী সম্পাদক জাহিদুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস’র স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. মাজহারুল হক, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক আল ইমতিয়াজ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।