25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িক্যাম্পাস"দ্যা ক্যাম্পাস মিরর" সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

“দ্যা ক্যাম্পাস মিরর” সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

‘আভাস’ সাহিত্য অঙ্গনের আয়োজনে গত ২৯ জানুয়ারী’২৩ ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে নভেম্বর’২২ মাসের কুইজ বিজয়ী এবং মহান বিজয় দিবস’২২ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে “দ্যা ক্যাম্পাস মিরর” সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দ্যা ক্যাম্পাস মিরর” এর সম্পাদক হুমায়ুন কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দ্যা ক্যাম্পাস মিরর” এর নির্বাহী সম্পাদক আব্দুর রহিম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাস মিররের সম্পাদনা পরিষদের সদস্য এ.জেড মেহেদী, ফখরুল ইসলাম রোমান, মেহেদী হাসান, মোঃ জাহাঙ্গীর হাসান, এবং শরফুদ্দীন আহমেদ।
“আভাস” সাহিত্য অঙ্গন এর পরিচালক ফখরুল ইসলাম রোমান এর তত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “দ্যা ক্যাম্পাস মিরর” এর সম্পাদনা সহযোগী মোঃ মেহেদী হাসান।
বক্তব্যে “দ্যা ক্যাম্পাস মিরর” এর সম্পাদক হুমায়ুন কবির বলেন – “জ্ঞানের আলোয় উন্মোচিত হোক সুস্থ ধারার সাহিত্য চর্চা” এই শ্লোগানকে সামনে রেখে সাহিত্য চর্চার এক নবধারা তৈরির কাজ করছে আভাস’ সাহিত্য অঙ্গন। সুস্থ সংস্কৃতি এবং সঠিক মূল্যবোধের চর্চাই আমাদের একমাত্র উদ্দেশ্য”

এবং নির্বাহী সম্পাদক আব্দুর রহিম বলেন – “দ্যা ক্যাম্পাস মিররের মাসিক কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবস কেন্দ্রিক উন্মুক্ত প্রতিযোগিতা গুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধার যাচাই ছাড়াও নিজের নামের পাশাপাশি ক্যাম্পাসকেও উপস্থাপনের সুযোগ পাচ্ছে”

মহান বিজয় দিবস’২২ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায়
১ম স্থান অর্জন করেন সাউথইস্ট ইউনিভার্সিটি এর তা-সীন আহমেদ সিয়াম,
২য় স্থান অর্জন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আশিকুজ্জামান শাওন,
এবং ৩য় স্থান অর্জন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ফারিয়া আনজুম আনিকা।

এবং নভেম্বর’২২ মাসের কুইজ প্রতিযোগিতায়

১ম স্থান অর্জন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আহসান ইয়াসির,
২য় স্থান অর্জন করেন  উত্তরা ইউনিভার্সিটি এর ছাত্র সরকার বিদ্রোহী।
৩য় স্থান অর্জন করেন সাউথইস্ট ইউনিভার্সিটি এর জুবাইর মোয়ায।
৪র্থ স্থান অর্জন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর রোহান।
৫ম স্থান অর্জন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর জুবাইর আহসান।

অতিথিবৃন্দ এবং পুরস্কার বিজয়ী ছাত্রদের একসঙ্গে দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত