সিটি ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর উদ্যোগে সপ্তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর সম্মানিত হেড ডক্টর মহিদুল ইসলাম।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সিটি ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ মুজিবুর রহমান পান্না। অনুষ্ঠানটিতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত কে এস এম মোস্তাফিজুর রহমান- ম্যানেজিং ডাইরেক্টর, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এবং মোঃ ফিরোজ আহমেদ -সিইও, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্টার প্রফেসর মিয়া আকতার হুসাইন। সিটি ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার মোঃ মজিবুর রহমান মিয়া।
আরো উপস্থিত ছিলেন স্কুল অফ বিজনেস এর সম্মানিত ডিন প্রফেসর মিহির কান্তি সহ অন্যান্য ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকমন্ডলী।
গেস্ট অফ অনার মোঃ ফিরোজ আহমেদ- সিইও, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বলেন- “একটি সমাজ তত উন্নত যেই সমাজের কৃষি ব্যবস্থা যত উন্নত। তিনি বলেন, তোমাদেরকে বড় কৃষিবিদ হতে হবে এর কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের চল্লিশ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। তাদের জীবনমান উন্নয়নের জন্য তোমাদের কাজ করতে হবে। শুধু বড় কৃষিবিদ হলেই হবে না তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তিনি বলেন আমি যখন সিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই তখন আমার বাবা আমাকে বলেছিলেন তুমি যেখানে যে কাজই করো না কেন। তুমি ভেবে নেবে আমি তোমাকে দেখছি এমন কোন কাজ কখনোই করবেনা যা আমি দেখলে কষ্ট পাবো।” তিনি ছাত্রদেরকেও তার পিতার এই নসিহত মানার জন্য অনুরোধ জানান।
গেস্ট অফ অনার কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন- “তোমাদেরকে একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে সব সময় কৃষিবিদদের ভূমিকা ছিল অপরিসীম।” তিনি বাংলাদেশ সহ বহির্বিশ্বের বড় বড় সেক্টরে যেসকল কৃষিবিদেরা আছে তাদের পরিসংখ্যান তুলে ধরেন এবং সাথে সাথে বাংলাদেশের সেক্রেটারিয়েটে কৃষিবিদদের অবস্থান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বাংলাদেশের বড় বড় সেক্টর গুলোতে কৃষিবিদদের অবস্থান তুলে ধরেন। তিনি ছাত্রদেরকে চার বছরে ভালোভাবে পড়াশোনা করার তাগিদ দেন।
অনুষ্ঠানটিতে জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ক্যাম্পাস মিরর এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দশজন নবীন শীক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন ক্যাম্পাস মিরর পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক মোঃ আব্দুর রহিম। তিনি বলেন- “জ্ঞানের আলোয় উন্মোচিত হোক সুস্থ ধারার সাহিত্য চর্চা” এই শ্লোগানকে সামনে রেখে সাহিত্য চর্চার এক নবধারা তৈরির কাজ করছে দ্যা ক্যাম্পাস মিরর। সুস্থ সংস্কৃতি এবং সঠিক মূল্যবোধের চর্চার মাধ্যমে ক্যাম্পাসগুলোতে জ্ঞান চর্চার এক অনন্য পরিবেশ তৈরি করা আমাদের একমাত্র উদ্দেশ্য”। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাস মিরর পত্রিকার সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর হোসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ক্যাম্পাস মিররের স্টাফ রিপোর্টার এসএম মুহতাসিম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর সম্মানিত হেড- ডক্টর মহিদুর রহমান রানা, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটি এর সম্মানিত রেজিস্টার প্রফেসর মীর আক্তার হোসেন, সম্মানিত ট্রেজারার মজিবুর রহমান মিয়া, জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ক্যাম্পাস মিরর এর সম্মানিত নির্বাহী সম্পাদক মোঃ আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কন্ট্রোলার, স্কুল অব বিজনেসের সম্মানিত ডীন সহ আরো অন্যান্য শিক্ষক মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
-ক্যাম্পাস প্রতিনিধি
সিটি বিশ্ববিদ্যালয়