গত ২২ই জুন ২০২৩ ঢাকা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ‘দ্যা ক্যাম্পাস মিরর” কর্তৃক আয়োজিত হয়েছে সাহিত্য আড্ডার। ক্যাম্পাস মিররের সহকারী সম্পাদক এ.জেড মেহেদী’র তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফখরুল ইসলাম রোমান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি এবং লেখকবৃন্দ। প্রথম পর্যায়ে সাহিত্য আড্ডার পাশাপাশি ছিলো অনুষ্ঠানে আগত অতিথিদের গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা। এসময় উপস্থিত ছিলেন “দ্যা ক্যাম্পাস মিরর” এর নির্বাহী সম্পাদক জুবায়ের সিদ্দিকী ।
এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন “দ্যা ক্যাম্পাস মিরর” এর সম্পাদনা পরিষদের সদস্য জাহাঙ্গীর হাসান, সাদী মোহাম্মদ সাদ, আব্দুল্লাহ আল মারুফ এবং শরফুদ্দীন আহমেদ।

“দ্যা ক্যাম্পাস মিরর” নির্বাহী সম্পাদক জনাব জুবায়ের সিদ্দিকী সমাপনী বক্তব্যে আগত ক্যাম্পাস প্রতিনিধি এবং সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা রাখেন। সবশেষ একত্রে খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।