ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন

0
37

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ সামার-২৩ এর কারিকুলাম ইন্টিগ্রেশন আয়োজন করে গত ১৮ ই আগস্ট বাংলাদেশ  শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচায়।

সামার-২৩ কারিকুলাম ইন্টিগ্রেশনের মূল বিষয়বস্তু ছিল “গ্রুপ পোলারাইজেশন“।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন “একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে, সেটে সবার মূল্যবোধ একই রকম থাকে না। প্রত্যেকের গল্পই ভিন্ন। এখানে প্রত্যেকের মূল্যবোধের গুরুত্ব বিবেচনায় রাখার্ খুবই জরুরী।

 

অনুষ্ঠানটি উদ্বোধনের পর অতিথিবৃন্দ গ্যালারি পরিদর্শন করেন। অনুষ্ঠানে মিডিয়া স্টাডিজ ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ‘গ্রুপ পোলারাইজেশন’ এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা বিষয়ে বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল কাদের।

Md Saifullah

ULAB Representative

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন