প্রথমবারের মতো University of Scholars এ অন্তঃ-রোবো সকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি CSE (Computer Science and Engineering) ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থীরা আয়োজন করে। এই টুর্নামেন্টে উদ্ভাবন (Creativity), টিমওয়ার্ক এবং প্রযুক্তির প্রতি অনুরাগ দেখানো হয়েছে। এতে যান্ত্রিক ক্রীড়াবিদদের উত্থান ও চতুরতার বিষয়টিও ফুটে উঠেছে।
#campus_representative