25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িক্যাম্পাসDIU Inter-Department Football Tournament 2023

DIU Inter-Department Football Tournament 2023

‘সুস্থ দেহে সুন্দর মন’ চিরাচরিত একটি স্লোগান। এই স্লোগানকে সামনে রেখেই গত ১৯-২২ আগস্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে আন্তঃবিভাগীয় ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুটসালে। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ডিপার্টমেন্টই অংশগ্রহণ করে। অবশেষে CSE (Computer Science and Engineering) ডিপার্টমেন্টকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় PESS (Physical Education and Sports Science) ডিপার্টমেন্ট। চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় প্রফেসর এম. লুৎফর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিগণ।

campus representative 

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত