৭ সেপ্টেম্বর ২০২৩ এ, ডিআইইউ’তে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে নতুন উদ্যোক্তা খুঁজে পাওয়া ও তাদের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাতে একটি নতুন ধারা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট সেন্টার’ উদ্বোধন সম্পন্ন।
ডিআইইউর উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিসিকের’ চেয়ারম্যান মুহ. মাহবুবুর রহমান, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ডিআইইউ-এর ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু তাহের খান।
এই সময় বক্তারা বলেন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও উন্নয়নের লক্ষ্য শিক্ষিত তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে। বিসিআইসি এবং ড্যাফোডিল উভয়ের সূত্র জানিয়েছে যে উদ্যোক্তারা সাধারণত বিসিআইসি জেলা এবং প্রধান কার্যালয় থেকে যে সমস্ত পরিষেবা পান তা ডিআইইউ ক্যাম্পাসে স্থাপিত বিসিআইসি শিল্প সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য যে বিসিআইসি প্রদত্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে শিল্প নিবন্ধন, প্রশিক্ষণ, শিল্প প্লট বরাদ্দ, ঋণ, কর ও শুল্ক মওকুফ সুবিধা পাওয়ার জন্য সুপারিশ, আমদানি অধিকারের জন্য সুপারিশ (এনটাইটেলমেন্ট), প্রকল্প প্রোফাইল তৈরি, বিপণন জরিপ প্রস্তুতি, মেলা ও প্রদর্শনীর আয়োজন ইত্যাদি বিস্তারিত দেওয়া হবে। উদ্যোক্তা শিক্ষার্থীরা এখন তাদের নিজস্ব ক্যাম্পাসে BCIC-এর শিল্প সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই সুবিধাগুলি উপভোগ করার সুযোগ পাবে।