ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন পিছিয়ে ২৯ অক্টোবর নতুন তারিখ ধার্য

0
29

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবরের পরিবর্তে পিছিয়ে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে সমাবর্তনের তারিখ পিছিয়েছে।

বুধবার (১৮ অক্টোবর, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে জানান তিনি।

এই বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন

এর আগে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় অক্টোবরে বিশেষ সমাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।

 

সূত্রঃ ক্যাম্পাস টাইম।

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন