25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িক্যাম্পাসইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব উদ্বোধন

১৮ই অক্টোবর, ২০২৩ (বুধবার) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ইউনিভার্সিটি ইনোভেশন হাব” উদ্বোধন করা হয়। ইউনিবেটর’টি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পের (ডিইআইইডি) আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এদিন ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইনোভেশন হাব উদ্বোধন করেন। এছাড়া আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে এই হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই সাতটি বিশ্ববিদ্যালয়গুলো হলো বুয়েট, কুয়েট, সাস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ব্রাক বিশ্ববিদ্যালয়।

এ উপলক্ষে ইউআইইউ-এর ইনোভেশন হাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আবুবকর হানিফ, চেয়ারম্যান ও চ্যান্সেলর, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউএসএ এবং সিলভানা কাদের সিনহা, প্রতিষ্ঠাতা, চেয়ার এবং সিইও, প্রাভা হেলথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. খোন্দকার এ. মামুন, অধ্যাপক, সিএসই বিভাগ এবং পরিচালক, আইআরআইআইসি, ইউআইইউ, প্রতিষ্ঠাতা, সিএমইডি হেলথ।

 

প্রধান অতিথি অধ্যাপক ডঃ মোঃ আবুল কাশেম মিয়া বলেন, ‘ইনোভেশন হাবের লক্ষ্য হল ব্যবসায় উদ্ভাবনকে উৎসাহিত করা, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং কার্যকর বিপণন কৌশল বিকাশ করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষাবিদ, শিল্প কর্মকর্তা, গবেষক ও অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খন্দকার রিফাতুজ্জামান আলিফ,

ক্যাম্পাস প্রতিনিধি। 

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত