নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন।

0
25
৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান মঞ্চ -নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

২২অক্টোবর২০২৩ রোববার ঢাকার স্থায়ী ক্যাম্পাসে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষা খাতে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করছে। তিনি উল্লেখ করেন যে NUB এর চলমান কার্যক্রম প্রমাণ করে যে এটি একটি প্রযুক্তি-চালিত, ছাত্র-কেন্দ্রিক এবং ভবিষ্যৎমুখী বিশ্ববিদ্যালয়।মানসম্মত শিক্ষা, ভালো পরিবেশ এবং কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক ও আলোকিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

সমাবর্তন বক্তা ড. মশিউর রহমান ডিগ্রি প্রাপ্ত স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই স্নাতকরা আগামীকাল দেশের প্রতিনিধিত্ব করবে। তিনি ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে একটি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সদ্য স্নাতকদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন