25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িক্যারিয়ারফ্রিল্যান্সিং রূপকথা

ফ্রিল্যান্সিং রূপকথা

ঘরে বসে লক্ষ টাকা আয় করুন | বর্তমান সময়ে ইন্টারনেটের সুবাদে এইরকম কথার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত | কিন্তু সত্যিই কি ঘরে বসে লাখ টাকা আয় করা যায়? আর যদি যায় তাহলে সেটা কিভাবে করতে হয়? এই বিষয়গুলো নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের কনফিউশন থাকে | ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সকল ধরনের কনফিউশন দূর করার চেষ্টা করবো | তার আগে আমি আমার স্পিসিফিক একটি পরিচয় দিতে চাই। কারণ ফ্রিল্যান্সিং কথাটার সাথে অনেক বড় স্ক্যাম জড়িত | আমার নাম ওয়ালিদ , আমি গত এক বছরেরও বেশি সময় ধরে ফাইবার মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি | বর্তমানে আমি ফাইবার মার্কেটপ্লেস এ লেভেল টু সেলার |

প্রথমেই বলে রাখি যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পূর্ণ আলাদা বিষয় | অনেকেই এই দুটো জিনিস কে একই ভেবে গুলিয়ে ফেলে | খুবই সহজ ভাষায় বলতে গেলে যারা সার্ভিস দেয় তারা ফ্রিল্যান্সার , আর যারা সার্ভিস ক্রয় করে তারা আউটসোর্সার | ধরুন আপনি খুবই ভালো ওয়েবসাইট বানাতে পারেন | আমি আপনার কাছে গিয়ে বললাম ভাই আমার একটি ওয়েবসাইট লাগবে আমাকে একটি সাইট তৈরী করে দিন |আপনি আমাকে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে দিলেন এবং তার বিনিময় আমার কাছ থেকে  টাকা নিলেন | এখানে আপনি ফ্রিল্যান্সিং করলেন এবং আমি আউটসোর্সিং করলাম |

এবার চলুন একটু টাকা-পয়সা নিয়ে কথা বলি | ফ্রিল্যান্সিং করে অবশ্যই লক্ষ টাকা আয় করা যায় তবে এই কথাটা আংশিক সত্য | কারণ এক লক্ষ টাকার কথা বলে আপনাকে লোভ দেখানো হচ্ছে কিন্তু এক লক্ষ টাকা আয় করতে গেলে কি পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে সেই বিষয়ে ক্লিয়ার করে বলা হচ্ছে না | আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই আমাকে একবার বলেছিল , ” পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অন্যের পকেট থেকে টাকা বের করা ” |  আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনাকে অনেক স্মার্ট ভাবে  এই কাজটি করতে হবে |

যেহেতু বর্তমান সময়ে অনেক কম্পিটিশন তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আসার আগে আপনাকে প্রচুর দক্ষতা অর্জন করতে হবে | তা না হলে হাজারো কম্পিটিশনের মাঝে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন এবং তখন আপনার মনে হবে আসলেই এই কথাগুলো মনে হয় মিথ্যা কথা যে “ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা আয় করা যায়”

আমাদের দেশে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় সবচেয়ে তিনটি ক্যাটাগরি হলো :

1.Web Development

2.Digital Marketing

3.Graphic Design

এছাড়া আরো অনেক ক্যাটাগরি আছে যেখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন | ফ্রিল্যান্সিং মূলত একটি মুক্ত পেশা এখানে আপনি আপনার দক্ষতা বিক্রি করতে এসেছেন |

তাই ,এখানে আপনি চাইলে আপনার যেকোন দক্ষতাকে মার্কেট উপযোগী করে  বিক্রি করতে পারবেন |

আর হ্যাঁ অবশ্যই ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ টাকা আয় করা যায় কিন্তু তার জন্য প্রয়োজন প্রকারের ডেডিকেশন এবং প্রয়োজনীয় দক্ষতা |

 

লেখক : ওয়ালিদ (ছাত্র , IUBAT)

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত