26 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িক্যাম্পাসইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান

গত মঙ্গলবার ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. হাসিনা খানকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়। এর একদিন পর এ খ্যাতিমান গবেষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি প্রফেসর হিসেবেও বিশিষ্ট এ গবেষক দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর সকালে তিনি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে যোগদানপত্র পেশ করেন তিনি।

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত