বেশ কিছুদিন ধরে সৌদি আরবে শুরু হয়েছে বেশকিছু পরিবর্তন। সেই পরিবর্তনের ধারায় এবার সরকারি কাজে হিজরি ক্যালেন্ডারের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার শুরুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বে গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সৌদি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, সকল অফিশিয়াল পদ্ধতি এবং লেনদেনের সময় পরিমাপের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে। তবে, শরিয়া বিধির সঙ্গে সম্পর্কিত বিষয়াবলির ক্ষেত্রে সময় পরিমাপের জন্য হিজরি ক্যালেন্ডার ব্যবহার করার সুস্পষ্ট প্রয়োজনীয়তা দেখা দিলে নিয়ম শিথিলের সুযোগ রয়েছে।
এর আগে, ২০১২ সালে সৌদি আরব সরকারি-বেসরকারি সকল কাজ এবং অফিশিয়াল লেনদেনে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় হিজরি তারিখ এবং আরবি ভাষার ব্যবহার কঠোরভাবে মেনে চলার ব্যাপারে সকল মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। তবে, হিজরি তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের অনুমতি ছিল।
এ ব্যপারে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন আইনজীবী ওসামা ঘানেম বলেন, এটি ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে। বিশেষ করে বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। হিজরি বা ইসলামিক ক্যালেন্ডারে ৩৫৪-৩৫৫ দিনে এক বছর হয়ে থাকে। অর্থাৎ গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ১০-১১ দিন কম থাকে এতে।