অধ্যায়

0
17

হেডলাইটে গলে যাওয়া দুটো সবুজ চোখ
বাড়ির পাশে নদী হয়ে বয়ে গেছে বহুদূর
আজও পাঠ্যসূচি ডেকে আনে মাছমতী রাত
ঘুমের ঘোরে বাড়ি ফেরে শহুরে পূর্ণিমা
অধ্যায় ভর্তি অন্ধকারে রচনামগ্ন বাউÐুলে পাখি
ফেরত ঢেউয়েরা লেখে যায় দান।
দৃষ্টিশূন্য দীর্ঘ থিয়েটার হাঁটে! হাঁটে!
ছায়া-ছায়া খেলা করে মৃতমনা জল ঘুঘুরা
আমি উদ্ভাবন করি হৃদয়শুমারী
অপেক্ষার মেহমানদারি মূলত শব্দাংশের গান
সে কাঁদে আমি বলি-
তার দুঃখ আমার ভালোবাসার সমান।

 

-দালান জাহান 

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন