ক্ষমা কোরো

0
18

চোখের পলকে কেটে গেল কই

স্মৃতিভরা কটি সাল,

যাদুমাখা ক্ষণ হারিয়েছি হালে

কোনো কাজে নেই তাল।

 

জ্ঞানী-গুণীজন উপদেশ দিত

কথাগুলো মনে পড়ে,

ভেবে মরি সদা কত সোজাভাবে

দিতেন সমাধা করে।

 

বিকেলে-আড্ডা, এলো-মেলো কথা

কত-না মধুর ছিল,

কোন সে ঝড়ের সীমাহীন বেগে

সবকিছু উবে নিলো!

 

আজকের দিনে এত আয়োজনে

ভরে না আমার মন,

পেছনে কেবল ফিরে যেতে চায়

অবলা অবুঝ মন।

 

সমাজের বিধি হয়তো মানিনি

অপরাধী আজ আমি,

কী করে যে ক্ষমা পাব এই প্রাতে

ভেবে মরি দিবা-যামি।

 

ভুল যদি করি মনের আড়ালে

কখনো বা বুঝে-শুনে,

হৃদে দিও স্থান পাড়াপ্রতিবেশি

ক্ষমা কোরো নিজ গুণে।

 

-মাহতাব উদ্দিন

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন