লিখেছেনঃ এইচ.এম.তরিকুল ইসলাম
তোমরা থাকো অট্টালিকায়
আমরা না হয় বস্তিতে;
দু‘মুঠো অন্ন পেলে
থাকতে পারি সস্তিতে।
তোমাদের যশ–খ্যাতি
ও বিলাসিতার জন্য;
হাড়ভাঙ্গা পরিশ্রম
করছি হয়ে হন্যে ।
আমাদের পয়সায় চড়তেছ
হাই মডেলের গাড়িতে;
মাঝে মাঝেই উপোস থাকি
ভাত থাকে না হাঁড়িতে!
অর্ধ পেটে দাদন টেনে
দিন করছি পার;
তোমাদের হাতেই সর্ব আইন
পাব কি ন্যায্য অধিকার?