25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িকবিতামুক্তির গল্প

মুক্তির গল্প

-লিখেছেনঃ মুহাম্মদ আলম জাহাঙ্গীর

ছোট্র খোকন দাদুর কাছে

করছে ভিষণ আড়ি,

জ্বীন পরী ভূত কোথায় থাকে

কোথায় তাদের বাড়ি।

দাদু বলে শোনরে খোকন

সত্য কথন বলি,

কেমন করে স্বাধীন হলো

আমার এদেশ বলি।

ভাষার দাবির সুত্র ধরে

ঐ একাত্তর সালে,

পাক হঠাতে যুদ্ধ করি

পাহাড় নদী খালে।

তিরিশ লক্ষ জীবন দিয়ে

যুদ্ধ করে রা’দিন,

নবম মাসের শেষে মোরা

হইছি চির স্বাধীন।।

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত