ছোট্ট শিশুর বায়না
কিনতে হবে আয়না
মায়ের কাছে সব কিছু তার
চাওয়ার কথা কয় না।
বাবার কাছে আব্দার করে
ফুল কিনে দাও মাথার
আদর করে চুমু দিয়ে
কোলে উঠে বাবার।
অফিস বাজার যেথাই থেকে
ফিরলে বাবা বাড়ী
মুখ ভার করে অমনি দেখো
মায়ের সাথে আরি।
ছোট শিশু বাবার দেখে
নামাজে পড়ে শেখে
আল্লাহ আল্লাহ যিকির করে
বাবার স্বভাব মেখে ।
মা বাবা তার উভয় সমান
জিজ্ঞাসাতে পাবে
কে ভাল আর মন্দ কেহ
না উভয় সমান করে।
ছোট্ট শিশু বুদ্ধি অনেক
আল্লাহ তায়ালার দান
মা বাবা তাই শিখিয়ে দাও
দ্বীনের শুদ্ধ জ্ঞান।
মায়ের আদর বাবার স্নেহে
শিখলে ছোট্ট শিশু
সুন্দর করে করবে জীবন
সে হটবে না আর পিছু।
ছোট্ট শিশু একদিন সে
দেশের ভবিষ্যৎ
মা বাবা তাই তার জীবনে
প্রথমেই শিক্ষক।
-মোঃ এনামুল হক এনাম।