দ্রব্য মূল্যের উর্ধ্বগতি যেন একটা অদৃশ্য হাতের লেখা।
মধ্যবিত্তদের সাধ্যের বাহিরে যেটা ক্রমেই চলে যাচ্ছে।
তবু কখনো যে ন্যায্য মূল্য কৃষকরা পায়নি।
অধিক মুনাফা কেড়ে নেয় তো অসাধু ব্যবসায়ী।
প্রতিনিয়ত খাদ্যে ভেজালের প্রাচীর ডিঙ্গিয়ে,
ডিঙ্গিয়ে যাচ্ছে কিছু মানুষরূপী অমানুষ।
তাদের মনুষ্যত্ব কখনো দেয়নি বাধা,
অন্ধভাবে স্বাস্থ্যহানির কাজে।
তারা যে একটি সুতোয় বাঁধা! অধিক মুনাফা অর্জন।
আজ সবজি আমরা কিনলে, কিনতে পারিনা আমিষ
অপূর্ণ থেকে যায় খাদ্যের চাহিদা।
এক সপ্তাহের আয়, হয়ে যায় একদিনে ব্যয়
সব দ্রব্যের মূল্যই যে চড়া।
-মো. নাঈম হোসাইন