অসম লড়াইটা থেমে যায়
খুলে পড়ে মুখের উপরে থাকা আস্তরণ
শুরু হয় অন্য লড়াই
প্রকাশিত হয় হৃদয় বাসনা
প্রয়োজনের পরিণয়গুলো ফিকে হয়
খসে পড়ে স্থুলতা
পড়ে থাকে স্বার্থের কঙ্কাল।
দূর পাহাড়ের আবছায়ায়,
বিষাক্ত উদ্দেশ্যগুলো জেগে ওঠে
নিমিষেই বারুদ জমে
ঝলসে দেয় বিস্তীর্ণ প্রেমাসক্ত প্রান্তর
প্রতিত্তোরহীন প্রতিবাদ হয়
ভেঙেপড়া দেয়াল জুড়ে
নিষিক্ত প্রেমগুলো দুমড়েমুচড়ে যায়
শোভাপায় জরাজীর্ণ গ্রাফিতি
চোখ জুড়ে ভেসে ওঠে স্বার্থের মুরতি।
-হাসান আল-মাহমুদ