আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে টিম পাকিস্তানের কোচিং প্যানেলে। মোহাম্মদ হাফিজকে করা হয়েছে বাবর-রিজওয়ানদের পরিচালক ও প্রধান কোচ। পাকিস্তান দলের আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এ কিংবদন্তি।
পাকিস্তান দলের ভারত বিশ্বকাপ পর্যন্ত পরিচালকের দায়িত্বে ছিলেন মিকি আর্থার। আর দলের প্রধান কোচ ছিলেন গ্রান্ট ব্র্যাডবার্ন। এমতাবস্থায় দুজনকেই অব্যাহতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি জানিয়েছে যে, টিম পাকিস্তানের পরিচালক ও প্রধান কোচের দায়িত্বে ভিন্ন ভিন্ন কাউকে দেওয়া হবে না। যে কোনো একজনকেই এই দায়িত্ব দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টেস্ট সিরিজ এবং জানুয়ারিতে ফিক্স হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রধান কোচ হচ্ছেন হাফিজ।
সর্বশেষ পাকিস্তানের জার্সিতে ২০২১ সালে খেলেছেন হাফিজ। জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত খেলে যাচ্ছেন ৪৩ বছর বয়সী এ খেলোয়াড়। এরই মধ্যেই তাঁর ওপর অত্যন্ত বড় দুটি দায়িত্বের ভার দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার এর আগে কখনো জাতীয় দল বা অন্য কোনো ফ্রাঞ্চাইজি ভিত্তিক দলের কোচিং করানোর অভিজ্ঞতা নেই।