আইসিসি বিশ্বকাপ ২০২৩’ হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতলো ভারত।

0
21
জয়ের পথে বিরাট কোহলির শট। ছবি : সংগৃহীত

রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় এক টানটান উত্তেজনাময় ম্যাচে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে ভারত। জয়ের জন্য ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। যেখানে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ড্যারিল মিচেল। জবাবে ১২ বল হাতে রেখে ২৭৪ করে ভারত। এখানে ৯৫ রানের চমকপ্রদ খেলা উপহার দেন ভিরাট কোহলি। যেখানে রবীন্দ্র জাদেজাও অপরাজিত ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দেন। মহম্মদ শামি তার পাঁচ উইকেট নেওয়ার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন যা নিউজিল্যান্ডকে ২৭৩-এ সীমাবদ্ধ করেছিল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে ম্যাচটি শুরু হয়েছিল। দুই ওপেনারকে সস্তায় হারিয়ে নিউজিল্যান্ডের শুরুটা বেশ খারাপই ছিলো। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও তৃতীয় উইকেটে ১৩৬ রানের বাঁধ গড়ে ইনিংসকে স্থির করেন ড্যারিল মিচেল। কিন্তু নিউজিল্যান্ড শেষ দিকে তাদের পথ হারিয়ে ফেলে কারণ তারা ৫৪ রানে সাত উইকেট হারায়। শামি প্রধান উইকেট শিকারি ছিলেন, তার বিধ্বংসী স্পেলে তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। তিনি রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরিকের উইকেট।

ওপেনিং জুটিতে ৭১ রান তুলে ড্রেসিং এ ফেরেন রোহিত শর্মা। ৪টি চার ও ছয়ে ৪৬ রান করেন ভারত অধিনায়ক। আরেক ওপেনার গিল ২৬ রানে সাজঘরে ফেরেন। ৫২ রান যোগ করেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৩৩ রানে ট্রেন্ট বোল্টের হাতে আউট হন আইয়ার। রাহুলকে সঙ্গে নিয়ে আরও একটি পঞ্চাশার্ধো জুটি উপহার দেন কোহলি। ১৮২ রানের সময় লেগ বিফোর হয়ে ফেরেন লোকেশ রাহুলও। ২ রানে খোয়া যান সূর্য কুমার যাদব। ষষ্ঠ জুটিতে জাদেজাকে নিয়ে প্রায় জয় নিশ্চিত করার ৫ রান বাকি থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন কোহলি। ৭০তম ফিফটিতে ৯৫ রানে ডেসিং ফেরেন ভিরাট কোহলি।

২৯তম ওভারে ভারত ৪ উইকেটে ১৬৪ রানের দৌড়ে ছিল যখন, তখন কুয়াশা স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলিকে আচ্ছন্ন করে, অন্ধকারাচ্ছন্নতা দেখা দেয়। উভয় পক্ষের খেলোয়াড়রা তখন আম্পায়ারদের সাথে আড্ডা দেন এবং আলোকস্বল্পতায় প্যাভিলিয়নে ফিরে যান। আবার শুরু হওয়ার আগে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ম্যাচ।

Play was interrupted for more than 25 minutes in Dharamsala due to heavy fog on Sunday (Reuters Photo)
The play has been delayed due to inclement weather.
(BCCI tweets)

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন