25 C
Dhaka
Wednesday, December 6, 2023
বাড়িখেলাধুলাশ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ এইচপি দলকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা এইচপি দল।  প্রথম দুই ম্যাচে এক জয় ও হারে সিরিজ সমতা এনেছিল টাইগাররা। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের দলকে হারিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। রোববার ডাম্বুলায় সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাট করে শাহাদাত হোসেন দিপু ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে অলআউট হওয়ার আগে ২২৩ রান করে বাংলাদেশ। সেই রান তাড়া করতে নেমে ১১২ বল হাতে রেখে জয় পেয়ে যায় লঙ্কানরা।

এর আগে টস হরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৫৭ রানের মাথায় প্রেমারত্নের বলে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন, তিনি অর্জন করেন ৩৪ বলে ৩২ রান। আরেক ওপেনার প্রিতম ঢাল হয়ে দাঁড়াতে চাইলেও তিনি ইনিংস লম্বা করতে পারেননি। ৫১ বলে ৩৫ রান করে বিজয়কান্তের জাদুকরী বলে আউট হয়ে যান । এরপর ইনিংসের ভার তুলে নেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসাইন।

বাংলাদেশের দেওয়া মাত্র ২২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৩১ ওভারেই জিতে যায় লঙ্কানরা। তবে শুরুতেই টাইগারদেরকে আক্রমণাত্মক খেলতে দেখা যায়, শূন্য রানেই লঙ্কান ওপেনার সোহান ডি লিভেরাকে ফিরিয়ে দেন পেসার রিপন মণ্ডল। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে ৮১ রান যোগ করেন শেভন ড্যানিয়েল ও পবন রত্নায়েক। ১০ম ওভারে ২৭ রান করা ড্যানিয়েলকেও ফেরান টাইগার পেসার রিপন। তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ী করেন রত্নায়েক ও নভোদ পারানাভিতানা। মাত্র ৫৬ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলেন রত্নায়েক। দেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার রিপন মণ্ডল।

সম্পর্কিত

মন্তব্য বাদ দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

সর্বাধিক পঠিত