একুশ আমার
আবু বকর ছিদ্দীক
একুশ আমার মায়ের ভাষা
অমূল্য এক স্মৃতি,
রক্ত হৃদয় জীবন দিয়ে
গড়েছি মহান কৃতি।
রফিক সালাম বরকত সহ
আরো যারা মরে,
হৃদয় থেকে হাজার সালাম
সে সব শহীদ ভরে।
হাজার স্বপ্ন জমাট ছিল
সবার মত যাদের,
শত সহস্র ভালবাসা দিয়ে
স্মরণ করছি তাদের।
আল্লাহ যেন নসিব করে
জান্নাত তাদের তরে,
যারা বাংলা ভাষাকে ভালোবেসে
প্রমাণ দিয়েছেন মরে।