Saturday, March 22, 2025
হোমশিক্ষাক্যাম্পাস নিউজইউআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম আয়োজিত 'প্রেজেন্টেশন চ্যাম্পস -সিজন ১' এর গ্রান্ড ফাইনাল...

ইউআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম আয়োজিত ‘প্রেজেন্টেশন চ্যাম্পস -সিজন ১’ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হয়ে গেলো ইউআইইউ ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম আয়োজিত অন্ত: বিশ্ববিদ্যালয়  প্রতিযোগিতা ‘ প্রেজেন্টেশন চ্যাম্পস -সিজন ১’ এর গ্রান্ড ফাইনাল রাউন্ড।

 প্রথম পর্বের মোট ৬০ টি দল থেকে  সেকেন্ড রাউন্ডে উন্নীত হয় ১৬ টি দল।এরপরে ফাইনাল রাউন্ডে অংশ নেয় বাছাইকৃত সেরা ৮ টি দল। এ রাউন্ডে প্রতিটি দল Pecakucha পদ্ধতিতে তাদের প্রেজেন্টেশন এর বিষয়বস্তু সম্পর্কে   বিশটি স্লাইডে ২০ সেকেন্ড করে  মোট  ছয় মিনিট চল্লিশ  সেকেন্ড বলার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম মিয়া।এছাড়া চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  স্কুল অব বিজনেস এর প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানী, মোঃমুরাদ হোসেন, ড. মোহাম্মদ রকিবুল কবির  এবং  মোহাম্মদ আমানুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন  প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিচারকমন্ডলী।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত  এই প্রতিযোগিতায় দর্শক হিসাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্ট্মেন্টের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন আঙ্গিকে প্রতিটি দলের উপস্থাপনা এবং কথা বলা ও তথ্য প্রদর্শনের দক্ষতাকে যাচাই করা হয়। বিচারকদের বিশ্লেষণ এবং প্রদত্ত নম্বরের উপর ভিত্তি করে টিম Caffeine Crew কে বিজয়ী ঘোষণা করা হয়। ফার্স্ট রানার আপ এর আসন দখল করে টিম Speechify এবং ক্রমানুসারে সেকেন্ড রানার আপ হয় টিম Stat Valiant।

বিজয়ী দলকে ১৫০০০ টাকার চেক ও ট্রফি পুরষ্কার হিসেবে তুলে দেন সম্মানিত প্রধান  অতিথি ভিসি মহোদয় ও বিচারকেরা। একইভাবে, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড আপ কে ১০০০০ এবং ৫০০০ টাকার চেক ও ট্রফি পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত