Saturday, January 25, 2025
হোমবাংলাদেশমীর্যা গালিব ও ঢাবি প্রশাসন!

মীর্যা গালিব ও ঢাবি প্রশাসন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিজ বিভাগে অনার্স-মাস্টার্সে প্রথম হওয়ার পরও মীর্যা গালিব শিক্ষক হিসেবে নিয়োগ পাননি। সম্প্রতি একটি টকশোতে তিনি জানান, ভালো ফলাফলের কারণে তাকে নিয়োগ দেওয়ার চিন্তা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

জানা গেছে, রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষক হওয়ার সুযোগ দেয়নি। এর ফলে মীর্যা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে না পেরে যুক্তরাষ্ট্র চলে যান। সেখানে তিনি পিএইচডি শেষ করে শিক্ষকতায় যোগদান করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মীর্যা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।

টকশোতে মীর্যা গালিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সময় খুবই ভালো কেটেছে। আমার সামনে দুটো অপশন ছিল—একটি ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে বাইরে পিএইচডি করতে যাওয়া, আরেকটি ছিল একেবারে চলে যাওয়া। তবে রাজনৈতিক কারণে আমি যখন পাস করে বের হয়েছি, তখন তারা সার্কুলারই দেয়নি। আমি আবেদন করলেও রাজনৈতিক বিবেচনায় তারা আমাকে নিতে আগ্রহী ছিল না, কারণ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল।”মীর্যা গালিব বলেন, “যখন আমি বুঝতে পারলাম নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, তখন আমি বাইরে পিএইচডি করার জন্য আবেদন শুরু করি। আমার বিভাগের সংস্কৃতি ছিল, যে ছাত্র অনার্স ও মাস্টার্সে ভালো ফল করবে, তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সে অনুযায়ী, আমি আবেদন করলে শিক্ষক হিসেবে নিয়োগ পেতাম। কিন্তু তখনকার রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় আমাকে নিতে আগ্রহী ছিল না। যখন আমি পিএইচডি শেষ করি, তখন দেশে গণতন্ত্র থেকে ফ্যাসিবাদে পরিবর্তন শুরু হয়েছিল, তাই আমি আর আবেদন করিনি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মীর্যা গালিব বলেন, “আমার বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা ছিল না, এবং ফিরে আসার বিষয়টি সবসময়ই ছিল। এটা সম্ভাবনার মধ্যে রয়েছে, তবে এখনই ফিরব বলে কিছু ভাবছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সময় খুবই ভালো কেটেছে।”

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত