আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্ত:বিশ্ববিদ্যালয় “Presentation Champ- season 1” এর প্রথম রাউন্ড। বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাংগুয়েজ ফোরাম এই প্রতিযোগিতার আয়োজন করছে।
এ প্রতিযোগিতায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সর্বমোট ৬০ টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য ইতোমধ্যে ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ১৬ টি ও ৮টি টিম নিয়ে যথাক্রমে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে পনেরো হাজার টাকা, ফার্স্ট রানারআপ দল পাবে দশ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ দল পাবে পাঁচ হাজার টাকা।প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে অক্টোবরের ৫ তারিখ, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপস হলে।
সোর্স-প্রেস বিজ্ঞপ্তি।