রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া পারভেজ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার শিবিরের প্রতিনিধি দলটি বনানী থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা বলেন, “পারভেজ ছিল এক সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থী। তার মতো একজন তরুণের নির্মম হত্যাকাণ্ড শুধু তার পরিবার নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে।” তারা হত্যার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রেজাউল করিম। তার সাথে ছিলেন শাখার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
পরে প্রতিনিধি দলটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রায়হানা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তারা ছাত্রশিবিরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং নিহত পারভেজের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি সমবেদনা জানান। উপাচার্যকে দেওয়া শোকবার্তায় বলা হয়, “একজন মেধাবী শিক্ষার্থীকে এভাবে হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

ছাত্রশিবির নেতারা এ সময় বিশ্ববিদ্যালয় চত্বরে চলমান শিক্ষার্থী আন্দোলনকারীদের মধ্যেও উপস্থিত হন এবং তাদেরকে মনোবল ধরে রেখে শান্তিপূর্ণভাবে ন্যায়সঙ্গত দাবিতে অটল থাকার আহ্বান জানান। তারা বলেন, “এই দুঃসময়েও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও ঐক্য দেখিয়ে দিতে হবে যে, অন্যায়কে কখনো মেনে নেওয়া হবে না।”
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, তারা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত দেশের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে ন্যায়বিচারের আন্দোলন চালিয়ে যেতে সহায়তা প্রদান করবে।

