ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪: আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST)-এর স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হয়। সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের এম.এইচ. খান অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর চেয়ারম্যান ও ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। তিনি বলেন, “শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়; এটি চরিত্র গঠন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে অর্থবহ অবদান রাখার জন্য।” তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা AUST-র শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিটি কাজে সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতা বজায় রাখবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন AUST-র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
অধ্যাপক ড. মো. আশরাফুল হক নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা একাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ থাকার ওপর জোর দেন এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, একাডেমিক শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তব্য রাখেন: অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, ডিন, প্রকৌশল অনুষদ; অধ্যাপক ড. জাসমিন আরা বেগম, ডিন, স্থাপত্য অনুষদ; অধ্যাপক ড. এস. এম. শফিউল আলম, ডিন, ব্যবসা ও সমাজবিজ্ঞান অনুষদ; অধ্যাপক ড. মো. আশরাফুর রহমান, প্রক্টর; ড. মো. জিল্লুর রহমান, গ্রন্থাগারিক; ড. মো. শাহনেওয়াজ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত); মো. মুনিরুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)।
আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব বিজনেস থেকে নবাগত শিক্ষার্থীরা AUST পরিবারের সদস্য হতে পেরে তাদের আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রাত্তুষা ভট্টাচার্য। অনুষ্ঠানটি ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান পরিচালনা করেন। প্রক্টরিয়াল এবং ছাত্র কল্যাণ টিম প্রোগ্রামটি সফল, আতিথেয়তাপূর্ণ এবং তথ্যবহুল করার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন।