Sunday, November 9, 2025
হোমশিক্ষাক্যাম্পাস নিউজরাজপথে রক্তাক্ত শিক্ষার্থী: কাজী পরিবহনের বর্বর হামলায় উত্তাল IUBAT

রাজপথে রক্তাক্ত শিক্ষার্থী: কাজী পরিবহনের বর্বর হামলায় উত্তাল IUBAT


রাজধানীর রাজপথে আবারও শিক্ষার্থীদের রক্ত ঝরালো পরিবহন সেক্টরের বর্বরতা। শনিবার ঢাকার আব্দুল্লাপুর এলাকায় বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় IUBAT-এর ১৫ জন শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা চালিয়েছে কাজী পরিবহন এর বাস স্টাফরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, বাস ভাড়ার ব্যাপারে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন শিক্ষার্থীকে মারধর করে কাজী পরিবহনের কর্মীরা। পরে বিষয়টির সুরাহা চেয়ে শিক্ষার্থীরা কাউন্টারে গেলে সেখানে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বাস স্টাফরা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

ঘটনায় IUBAT-এর অন্তত শিকদার আসাদুজ্জামান সহ ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত আরও অন্তত ১০ জন শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে কাজী পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি, যতক্ষণ না ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, ততক্ষণ পর্যন্ত কাজী পরিবহনের বাস রাজপথে চলতে দেয়া হবে না।

এ বিষয়ে IUBAT-এর এক শিক্ষার্থী বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত ঢাকার রাজপথে বাস স্টাফদের নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। আজ আমরা মুখ তুলে দাঁড়িয়েছি, কারণ এবার আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে।”

শিক্ষার্থীরা জানান, দ্রুত বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ না এলে, তাঁরা ঢাকার প্রবেশদ্বার আব্দুল্লাপুর রুট সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণাও দিতে পারেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা এখন ন্যায়বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে একতাবদ্ধ।

এই সম্পর্কিত আরও আর্টিকেল দেখুন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বাধিক পঠিত